আগের তিন দফা দাবি থেকে সরে এসে এবার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের শুরুর হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার রাতের মধ্যে তিন দফা দাবি পূরণের প্রজ্ঞাপন না জারি হলে বৃহস্পতিবার সকাল থেকে এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে তিন ঘণ্টার অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‘বুধবারের মধ্যে আমাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা আর তিন দফায় থাকব না। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করবেন।’ আন্দোলনরত শিক্ষকরা সরকারকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছেন।এইসময়ের মধ্যে দাবি না মানলে তারা...