শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটের কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদের কপি পাঠানো হয়েছে। এদিকে জুলাই সনদ সইয়ের বিষয় নিয়ে বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) দিনভর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক করেছে ঐকমত্য কমিশনের সদস্যরা। গত কিছুদিনের একাধিক বৈঠকে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক হলেও জুলাই সনদ সম্পর্কে একমত হতে পারেনি দলগুলো। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জুলাই সনদ সইয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মতভিন্নতা মিটিয়ে জুলাই জাতীয় সনদ সই নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দল ও জোটের...