বিপিএলে আগেরবারের চেয়ে এবারের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি বেশি ঠিক করা হয়েছে। এবার রাজস্বের ভাগ দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল নিয়ে নানা পরিকল্পনা ও সিদ্ধান্তগুলোর কথা জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। গত ৬ অক্টোবর বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর প্রথম সভাতেই সিদ্ধান্ত হয়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চান তারা। ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করতে বলা হয়েছে এর মধ্যেই, যেটির শেষ সময় আগামী ২৮ অক্টোবর। আমজাদ হোসেন জানান, ‘যারাই আবেদন করবে ফ্র্যাঞ্চাইজি নিতে তাদের দুই কোটি টাকার পে-অর্ডার জমা দিতে হবে। যেটা প্রথম বছরে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে বিবেচিত হবে। যারা দল পাবে না,...