দেশের অষ্টম বিভাগ হিসেবে ১০ বছর আগে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ। ক্রিকেট বোর্ডের ‘স্বীকৃতি’ পেতে ময়মনসিংহের লাগল ১০ বছর! বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত আগস্টে ময়মনসিংহকে জাতীয় ক্রিকেট লিগে অন্তর্ভূক্ত করেছে। বিসিবি জানায়, জাতীয় লিগে ঢাকা মেট্রো নয়, ময়মনসিংহ নামে দল খেলবে। এজন্য ঢাকা মেট্রোর ক্রিকেটাররা বিসিবির সঙ্গে অনুরোধ করেছিলেন পুরোনো নামেই দল পরিচালনা করতে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয়নি।আরো পড়ুন:এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেনখুলনাকে উড়িয়ে অপ্রতিরোধ্য রংপুর জিতল শিরোপা আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হতে যাচ্ছে ময়মনসিংহের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রো খেলেছিল। এবার বড় দৈর্ঘর ক্রিকেটে মাঠে নামবে ময়মনসিংহ। ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিকে বিলুপ্ত...