জামাল ভূঁইয়াদের এই উচ্ছ্বাস শেষ পর্যন্ত আপসোসে পরিণত হয়েছে দীর্ঘ ৪৫ বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের। মঙ্গলবার রাতে বাংলাদেশ হংকং সফরে স্বাগতিকদের সঙ্গে ড্র করার পর ভারত সিঙ্গাপুরের কাছে হেরে গেলে দুই ম্যাচ বাকি থাকতেই সব হিসাব-নিকাশের যবনিকা ঘটেছে। হামজা-জামালদের এই ব্যর্থতার মূল কারণে ঘরের মাঠে অর্থাৎ ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচেই পরাজয় বরণ করা।অথচ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গ্রুপিং যখন হয়েছিল তখন বাংলাদেশ দলের কোচ জ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, তার বেশি নজর থাকবে তিনটি হোম ম্যাচের ওপর। এই তিন ম্যাচে ভালো কিছু করতে পারলে বাছাই পর্ব টপকে সৌদি আরবের টিকিট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। কিন্তু বাস্তবতা হলো, ঘরের তিন ম্যাচের প্রথম দুটিতেই অপ্রত্যাশিতভাবে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরের পর হংকংয়ের কাছে হারের পরই কার্যত...