আবুধাবিতে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে এভাবেই বারবার উল্লাস করেছেন আফগান ক্রিকেটাররা পরিসংখ্যানের চুম্বক অংশটা তো আগেই জানা হয়ে গেছে, যখন আবুধাবিতে টানা দুই হারে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। টানা চার আর সবশেষ সাত সিরিজে ষষ্ঠবারের মতো অবনত মস্তকে মাঠ ছাড়ে মেহেদি হাসান মিরাজের দল। শেষ ম্যাচে লজ্জাটা যেন ষোলোকলায় রূপ নেয়। ২৯৪ রানের লক্ষ্যে অলআউট ৯৩ রানে, ইনিংসের আয়ু ২৭.১ ওভার। শেষ ১২ ওয়ানডেতে ১১তম হার। সরাসরি বিশ্বকাপে খেলার শঙ্কাটা যেন রীতিমতো আতঙ্কে রূপ নিচ্ছে। আর এই আতঙ্কের পুরোভাগে থাকছে ব্যাটিং ব্যর্থতা। এই সিরিজে একটি ম্যাচেও ৫০ ওভার ব্যাট করতে পারেনি দল। সিরিজ শুরুর আগেই অধিনায়ক বলেছিলেন, এভাবে চলতে থাকলে হারিয়ে যেতে হবে’। এক সময় যে ওয়ানডে ছিল টাইগার ক্রিকেটে গর্ব, সেখানেই এখন অমানিশার অন্ধকার। আফগান-লজ্জার রেশ না ফুরোতেই এবার ঘরের মাঠে...