অনেক সময় নানা কাজে জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন প্রয়োজন পড়ে। বিশেষ করে পাসপোর্ট, বিদেশে পড়াশোনা বা ভিসার জন্য আবেদন করতে গেলে দেখা যায় ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন পড়ে। তবে চিন্তার কিছু নেই—এটি ঘরে বসেই অনলাইনে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন পোর্টালhttp://bdris.gov.bdথেকে সহজেই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। ধাপে ধাপে প্রক্রিয়াটি নিম্নরূপঃ মোবাইল বা কম্পিউটার থেকেhttp://bdris.gov.bdওয়েবসাইটে যান। ‘জন্ম নিবন্ধন সংশোধন’ অপশন নির্বাচন করুন। ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। আপনার জন্ম নিবন্ধন যে অফিসে হয়েছে—ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন—সেটি নির্বাচন করুন। নাম, পিতামাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য সঠিকভাবে ইংরেজিতে লিখুন। প্রতিটি ঘর আলাদাভাবে পূরণ করতে হবে। জন্মস্থান এবং বর্তমান ঠিকানা ইংরেজিতে প্রদান করুন। মোবাইল নম্বর এবং বাবা-মায়ের সঙ্গে সম্পর্কও উল্লেখ করতে...