সন্দেহ ও সম্পত্তি হাতিয়ে নেয়ার ভয় থেকে স্ত্রীকে হত্যা: ডিবি ডিসি নজরুলের সঙ্গে স্ত্রী ও সন্তানদের মনোমালিন্য চরম পর্যায়ে ছিল স্ত্রী ও তিন মেয়েকে বাসায় আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে রাখা হতো: পুলিশ সন্দেহ ও সম্পত্তি হাতিয়ে নেয়ার ভয় থেকে স্বামী তার স্ত্রীকে হত্যা করে লাশ বাসার ডিপ ফ্রিজে রেখে পালিয়েছে। রাজধানীর কলাবাগানে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে স্বামীকে গ্রেপ্তার করেছে। বুধবার, (১৫ অক্টোবর ২০২৫) ডিবির ডিসি তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার নেপথ্য কাহিনী স্বীকার করেছে বলে ডিবি কর্মকর্তা জানিয়েছেন। ডিবি কর্মকতা জানান, গত ১৪ অক্টোবর রাত ৯টা ১০মিনিটের দিকে বংশাল থানার নবাবপুর রোড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত ১২ অক্টোবর...