জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জুলাই সনদ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। জুলাই ফিরে আসছে… জুলাই অভ্যুত্থানে জনগণের ‘সার্বভৌম ক্ষমতা’র বহিঃপ্রকাশের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী তথাপি ‘সাংবিধানিক’(!) সরকারকে ‘অসাংবিধানিক’(!) কায়দায় উৎখাত করেছে ছাত্র-জনতা। যা আদতে ছিল জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের বৈধ প্রতিষ্ঠা। কিন্তু ৫ তারিখের পর থেকে অদ্যাবধি 'স্থিতিশীলতা' এবং ‘সাংবিধানিক ধারাবাহিকতা’র নামে জনগণের ‘সার্বভৌম ক্ষমতা’র চরম বহিঃপ্রকাশ এবং নতুন সাংবিধানিক অগ্রযাত্রাকে বারবার নানা জোঁড়াতালি ও ছলচাতুরির আশ্রয়ে বাহাত্তরের স্থবির ‘সাংবিধানিক কাঠামো’র মধ্যে আঁটানোর চেষ্টা চলমান রয়েছে। এই ধারাবাহিক জোঁড়াতালি অদূর ভবিষ্যতে অভ্যুত্থানকে ‘অসাংবিধানিক’ এবং অভ্যুত্থানের নেতাদের ‘সংবিধান লঙ্ঘনকারী’ হিসাবে সাব্যস্ত করার আইনী ফাঁদ রেখে যাচ্ছে। যার সাজা বিদ্যমান সংবিধান অনুযায়ী সাফ মৃত্যুদণ্ড। তিনি...