রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার কর জাল সম্প্রসারণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সম্প্রতি এক সরকারি আদেশে এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক পুনর্গঠন ও সম্প্রসারণের অংশ হিসেবে মোট ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করেছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে নতুনভাবে ৩,৫৯৭টি পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩,২২৪টি নন-ক্যাডার পদ। পাশাপাশি বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটসমূহেও জনবল বৃদ্ধি করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের...