লাহোর টেস্টে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের ম্যাচ জয়ের নায়ক নোমান আলী স্পিনার নোমান আলীর দুর্দান্ত বোলিংয়ে লাহোরে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে পরাজিত করেছে পাকিস্তান। ২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ১৮৩ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা নোমান প্রথম ইনিংসে ১১২ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪টি, মোট ১৯১ রানে ১০ উইকেট দখল করেছেন। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ১০ কিংবা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব দেখালেন নোমান। গাদ্দাফি স্টেডিয়ামের পিচে চতুর্থ দিনে বল অনেকটাই টার্ন নিচ্ছিল। লো বাউন্স ও টার্নিংয়ের সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন নোমান। যদিও সকালে পঞ্চম উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটনের ৭৩ রান দক্ষিণ আফ্রিকার ইনিংসকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে গেছে। সবমিলিয়ে দুই দলের স্পিনাররা ৩৪ উইকেট দখল করেছেন,...