সম্প্রতি মিরপুরের একটি পোশাক কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড ও নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি পোশাক খাতে ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে বিজিএমইএ। হ্নএতে বলা হয়, সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া দুঃখজনক অগ্নিকা-ের পরিপ্রেক্ষিতে কিছু মিডিয়া বিভ্রান্তিকর ও সংবেদনশীল শিরোনাম সহকারে রিপোর্ট প্রকাশ করায় সমগ্র পোশাক শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, অগ্নিকা-টি একটি কেমিক্যাল গুদামে শুরু হয়। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া নিকটবর্তী প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, যার ফলে দুঃখজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটে। বিজিএমইএ প্রাণহানির এই দুঃখজনক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করছে, মৃতদের আত্মার শান্তি কামনা...