হংকং থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন হামজা ও তার সতীর্থরা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষে বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এর আগে হোম ম্যাচে বাংলাদেশকে ৩-২ গোলে হারায় হংকং। এ দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। হংকংয়ের মাটিতে সুযোগ মিস না হলে ম্যাচটি জয়ে রাঙাতে পারতো লাল-সবুজের জার্সিধারীরা। দেশের ফেরার পর গোল করতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় তখন খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’ হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামালের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই অর্ধে...