অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে। এখানে অনেক বড় ও কুখ্যাত গডফাদার ছিল। এখানে অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং সাত খুনের মত ভয়াবহ ঘটনা ঘটেছিল। আমরা এই নারায়ণগঞ্জকে নির্যাতনের পরিবর্তে মুক্তির জায়গা হিসাবে দেখতে চাই। তারই একটা প্রতীক হিসাবে অনলাইন বেলবন্ডের প্রক্রিঢাটা শুরু করলাম পাইলট প্রকল্প হিসেবে।” আজ বুধবার বিকেলে দেশের প্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচারবিভাগীয় সংস্কার কমিশন উচ্চ আদালতের সংস্কারে ১৫টি প্রস্তাব করলেও তা বাস্তবায়িত না হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কমিশনের প্রস্তাবগুলো বিবেচিত হয়েছে কিনা তাও জানি না। নিম্ন আদালতের পাশাপাশি উচ্চ আদালতেও সংস্কার না হলে ‘বিচারপ্রার্থীরা আল্টিমেটলি লাভবান’ হবেন না মন্তব্য করে উচ্চ আদালতে সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্টরা সচেতন হবেন বলেও আশাবাদ ব্যক্ত...