জুলাই সনদ হবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির জন্য এক ঐতিহাসিক নবযাত্রার দলিল। ঐকমত্য কমিশন প্রণীত এই সনদ সই হবার কথা ১৭ অক্টোবর। মতপার্থক্যের কারণে সনদের বাস্তবায়ন কৌশল ও সময়সীমা সম্পর্কে ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের মুখাপেক্ষী হয়ে পড়েছে। কিন্তু শুধুমাত্র ৩১টি দলের সহমতই কি জাতীয় ঐকমত্য হতে পারে? আর অন্তর্বর্তী সরকারেরই বা কি ম্যান্ডেট আছে এর বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়ার? অথবা পরবর্তী নির্বাচিত সংসদকে ডিকটেট করার এখতিয়ার কি ইউনুস সরকারের আছে? তাহলে গণভোট বা নির্বাচিত সংসদের ভূমিকা কি হবে? আজ বুধবার (১৫ অক্টোবর) বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় এসব প্রশ্ন উত্থাপন করেন। জনতা পার্টি বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি মহসীন রশিদ।...