ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে তাসলিমা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর গ্রামে এ ঘটনাটি ঘটে। তাসলিমার (৪০) এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী তাসলিমা বেগম খোপে মুরগি গেছে কিনা তা দেখতে গেলে ভেতরে থাকা বিষধর সাপ তাকে ছোবল মারে। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাসলিমাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদপুরে রওনা দেওয়ার পরপরই তাসলিমা মারা যান। তাসলিমার স্বজনেরা অভিযোগ করে বলেন, বোয়ালমারী হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম ইনজেকশন না থাকার কারণে রোগীকে বাঁচানো যায়নি। বোয়ালমারী হাসপাতালের কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সাপে কাটা...