ময়মনসিংহের ত্রিশালে গাভিন গরুর জিহ্বা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যার পর খামার মালিক হরমুজ আলীর গোয়ালঘরে ঢুকে গাভির জিহ্বা কেটে নিয়ে বালতিতে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। স্থানীয় সূত্রে জানা যায়, গাভিটি পাঁচ মাসের গাভিন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। গাভির মালিক হরমুজ আলী জানান, সন্ধ্যার পর হঠাৎ গোয়ালঘর থেকে গরুর চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি- এক গাভির মুখ রক্তে ভেজা, জিহ্বা নেই, পাশে একটা বালতিতে ফেলে রাখা। তিনি এ ঘটনাকে অমানবিক ও নৃশংস বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস আহমেদ বলেন, এলাকার কোনো চোরচক্র এ কাজ করেছে কিনা তা দেখা হচ্ছে। শত্রুতাবশত এমন কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহের ত্রিশালে গাভিন গরুর জিহ্বা...