রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বুধবার, (১৫ অক্টোবর ২০২৫) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫-এর বিচারক ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগ গঠনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজ হাসান এ তথ্য জানিয়েছেন। অন্য তিন আসামিরা হলেন- সুব্রত বাইনের তিন সহযোগী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, এম এ এস শরীফ ও আরাফাত ইবনে নাসির। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির আগে এদিন কারাগার থাকা সুব্রত বাইন ও আরাফাতকে আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামিরা মোল্লা মাসুদ ও শরীফকে কারাগার থেকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। দুপুর ১টার দিকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে মাহফুজ হাসান আসামিদের...