চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী দাবা প্রতিযোগিতা বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) জেলা নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় সদর উপজেলার প্রায় ৫০ জন দাবাড়ু অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান এর সভাপতিত্বে এছাড়াও অ্যাডহক কমিটির সদস্যরাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস, ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক- বালিকা অনূর্ধ্ব-১৬ টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব হতে ১ জন বালক, ১ জন বালিকা ও দ্বৈত গ্রুপে ২ জন বালক ও ২ জন বালিকা অংশগ্রহণ করতে পারবে।...