চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে নতুন কলা ভবন চত্বরের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই সংগঠনের নেতাকর্মীরা সেখানে মুখোমুখি অবস্থান নেন। ঘটনাস্থলে থাকা এক প্রতিবেদক জানান, ওই কেন্দ্রের বাইরে থাকা এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূচনা হয়। তখন কেন্দ্রে ভোট গণনার প্রক্রিয়া চলছিল। প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা সরাসরি সম্প্রচার করতে কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছিল। ছাত্রদলের অভিযোগ, ভোটে ‘কারচুপি’ করতে স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাল্টা হিসেবে ছাত্রশিবিরের অভিযোগ, নির্বাচনকে ‘বানচাল’ করতে ছাত্রদল এলইডি স্ক্রিনের তার ছিঁড়ে দিয়ে এই ধরণের ঘটনার সৃষ্টি করেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় আধা ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা...