ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের নির্বাচনি জোটে বিএনপি ও জামায়াত যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এই দুই দলের বাইরে গিয়ে আলাদা জোট করার পক্ষে দলটির অনেক নেতা। এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, জোট না এককভাবে নির্বাচন—এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সারা দেশে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চলছে জোরেশোরে। এনসিপি নির্বাচন সামনে রেখে চালিয়ে যাচ্ছে প্রার্থী বাছাইয়ের কাজ। যাদের নামে বিতর্ক নেই—এমন স্বচ্ছ ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে চলছে প্রার্থী বাছাই। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘যেহেতু ঐকমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলো একটি পরিণতির দিকে অগ্রসর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বিচারের বিষয়টিও খুব অল্প পরিসরে হলেও...