জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দুই হাজার ছাত্র-জনতার শাহাদাতের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সেই দেশে জুলাই সনদের আইনী ভিত্তির জন্য এখনো রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জুলাই চেতনা ও জুলাই যোদ্ধা শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণার শামিল। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিকারাবদ্ধ। দেশে ফেব্রæয়ারীতেই নির্বাচন হবে। তবে এর আগে জুলাই সনদের আইনী ভিত্তির জন্য নভেম্বরে গণভোট দিতে হবে। একই সাথে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় জনতার চলমান আন্দোলন অগ্নিস্ফুলিংয়ে রূপ নিবে। তিনি বলেন, জুলাই সনদের আইনী ভিত্তিসহ জামায়াতের ৫ দফা দাবির প্রতি জনগণ এবং সব রাজনৈতিক দল একমত। শুধু একটি দলের কারণে গণভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা সবকিছু পরবর্তী সংসদের হাতে দেয়ার কথা বলে ক্ষমতায় যাওয়ার...