কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা (৮০) মারা গেছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুসারে, বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওডিঙ্গা মারা যান। সকালে হাঁটতে বের হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেবমাথা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর বিবিসির।তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডিঙ্গার স্বাস্থ্য নিয়ে জল্পনা চলছিল। যদিও পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক মিত্ররা তার গুরুতর অসুস্থতার খবর প্রত্যাখ্যান করে আসছিলেন। ওডিঙ্গার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, ওডিঙ্গার মৃত্যু আমাদের...