সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার দুপুর ১২টার মধ্যে আগের তিন দফা দাবি পূরণের প্রজ্ঞাপন না আসায় রাজধানীর শাহবাগ মোড় তিন ঘণ্টা অবরোধ করেন তারা। বিকেলে শহীদ মিনারে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি জানান, এখন থেকে তারা আর তিন দফা নয়, এক দফা—সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতেই আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীরা সরকারকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে দাবি মানা না হলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বলে...