ঢাকা মেট্রোরেলে যাতায়াতকারীদের জন্য বড় সুখবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, সকালে ট্রেন ছাড়বে আধা ঘণ্টা আগে এবং রাতে চলবে আধা ঘণ্টা বেশি সময় পর্যন্ত। ডিএমটিসিএলের সূত্র জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে প্রথম ধাপে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) মেট্রোরেল উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়ে; নতুন সূচিতে এটি ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে।রাতে শেষ ট্রেনটি এখন রাত ৯টায় ছাড়ে, নতুন সময়সূচি অনুযায়ী এটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন এখন সকাল সাড়ে ৭টায় ছাড়ে, যা নতুন সূচিতে সকাল ৭টায় ছাড়বে। মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে,...