রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। মঙ্গলবার লিসবনে হাঙ্গেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই দুটি গোল করে দলকে এগিয়ে নেন সিআর সেভেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে ম্যাচটা ২-২ ড্র করে স্বাগতিকরা। গত মাসে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে একটি গোল করে বিশ্বকাপ বাছাইয়ে আগের সর্বোচ্চ গোলদাতা কার্লোস রুইসের (৩৯) পাশে বসেছিলেন রোনাল্ডো। ফিরতি দেখায় প্রথম গোলে গুয়াতেমালার সাবেক স্ট্রাইকারকে ছাড়িয়ে নতুন চূড়া স্পর্শ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। দ্বিতীয় গোলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার (৪১)। এই ড্রয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিটের অপেক্ষা বেড়েছে পর্তুগালের। এদিকে লাটভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন বড় তারকা হ্যারি কেইন। এ নিয়ে টানা...