ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেরা অস্ত্র পরিহার না করলে তাদেরকে নিরস্ত্র করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর সেখানে নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস যোদ্ধারা। ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকজনকে চিহ্নিত করে হামাস তাদের মৃত্যুদণ্ডও কার্যকর করছে। প্রকাশ্যে সেই মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প হামাসকে প্রয়োজনে সহিংস পন্থায় হলেও নিরস্ত্র করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে হামাস যদি অস্ত্র না ছাড়ে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব। সেটি দ্রুতই করা হবে। আর তা সহিংসভাবেও হতে পারে।” তবে ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি কত দিনের মধ্যে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। বিবিসি-র যাচাই করা তথ্য অনুযায়ী, গাজার কেন্দ্রীয় একটি মোড়ে হামাসকে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা...