ওপেনএআই জানিয়েছে, বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা ৮০০ কোটির বেশি। নতুন এই উদ্যোগের লক্ষ্য দৈনন্দিন অনলাইন কার্যক্রমকে এক জায়গায় এনে ব্যবহারকারীদের জন্য আরও বেশি সুবিধা দেওয়া। প্রাথমিকভাবে চ্যাটজিপিটিতে বুকিং ডটকম, ক্যানভা, কুরসেরা, এক্সপিডিয়া, ফিগমা, স্পটিফাই ও জিলো অ্যাপ যুক্ত করা হয়েছে। ফলে চ্যাটজিপিটিতে এখন কেউ যদি লেখেন, ‘প্যারিসে থাকার জন্য হোটেল খুঁজে দাও’, তাহলে বুকিং ডটকমের রিয়েলটাইম তালিকা সরাসরি চ্যাটজিপিটির চ্যাটে দেখা যাবে। আবার কেউ চাইলে ক্যানভার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট বিষয়ে প্রেজেন্টেশনের খসড়া তৈরি করতে পারবেন। চ্যাটজিপিটির এই নতুন অ্যাপ ব্যবস্থা গড়ে উঠেছে অ্যাপস এসডিকের ওপর ভিত্তি করে, যা মূলত কনটেক্সট প্রটোকল মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে। এটি একটি উন্মুক্ত প্রযুক্তি, যার মাধ্যমে ডেভেলপাররা নিজেদের টুল ও ডেটা চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারেন, এমনকি নিজেদের মতো করে ইন্টারফেসও নকশা করতে পারেন।...