গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। নির্বাচন রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চাইছি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হলে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলের তত পার্সেন্ট সংসদ সদস্য পদ থাকবে। তখন আর একক দলের মাতবরি কিংবা ছড়ি ঘুরানো থাকবে না। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপায় পৌর মঞ্চ সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছুদিন আগে আমার ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা এক আছি কিনা। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দলগুলো একসঙ্গে ছিল। তখন সেই ক্ষমতালাভী দলটি ঐক্য দেখে পিছু হটছে। জুলাই বিপ্লবের...