টি-টোয়েন্টি বিশ্বকাপের আসছে আসরে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান। এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ে বৈশ্বিক আসরের টিকেট পেয়েছে তারা। আল আমেরাতে বুধবার বাছাই পর্বের লড়াইয়ে সামোয়াকে ৭৭ রানে হারায় আরব আমিরাত। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ওমান ও নেপালের লড়াই শুরু হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপে খেলা। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আর কেবল একটি জায়গা খালি আছে। সেটির লড়াইয়ে অন্যদের এগিয়ে আছে আরব আমিরাত। বাছাইয়ের সুপার সিক্স পর্বে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। বৃহস্পতিবার জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে তারা। এখন পর্যন্ত ৩ ম্যাচ করে খেলে ৬ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ওমান...