দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের মতৈক্যে পৌঁছানো ‘অসম্ভবকে সম্ভব করা’ বলে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “যে অসাধ্য সাধন হয়েছে, কেউ চিন্তা করে নাই যে শেষ পর্যন্ত এটা হবে।” বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আশা করছেন, আগামী শুক্রবার উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ স্বাক্ষর করবেন তারা। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সই হতে যাওয়া জাতীয় এই সনদে স্বাক্ষরের কলমসহ ইতিহাস জাদুঘরে সংরক্ষণ করার কথাও বলেন মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। এদিন মতভিন্নতা মিটিয়ে জুলাই সনদ স্বাক্ষর করা নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দল ও জোটের নেতাদের নিয়ে জরুরি এ বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যিনি ঐকমত্য কমিশনের সভাপতি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে...