খুব দ্রুতই জকসু আইন পাশ হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আগামী দশ কর্মদিবস বলে নির্দিষ্ট করে কোথাও কোনো মন্তব্য করিনি আমি। আইন পাশের জন্য সবাই জোরালোভাবে কাজ করছেন। দশ কর্মদিবসের আগেও আইন পাশ হতে পারে, পরেও হতে পারে। তবে জকসু আইন আকারে পাশ হওয়ার জন্য সব কাজই গোছানো হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জকসু আইন পাশ বিষয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, খুব দ্রতই জকসু আইন পাশ হয়ে আসবে। বাধা পাওয়ার মতো কোনো জায়গা বা বিষয় নেই। আমরা উচ্চ মহলেও বারবার কথা বলছি এটা নিয়ে। সব বিষয়ই প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুতই জকসু আইন পাশ হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আগামী দশ কর্মদিবস...