বুধবার (১৫ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত বিভিন্ন অংশীজন সমন্বয়ে ‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। আলোচনা সভায় সেলিমা রহমান বলেন, বিএনপি নারী বান্ধব রাজনৈতিক দল। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের নারী সমাজের অধিকারের জন্য কাজ করে আসছে। যে কারণে দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল। বিগত সময়ে যখন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে দেশের নারী সমাজ তার প্রতিদান দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নারী...