ইস্ট এশিয়া প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্ব শেষ হওয়ার আগেই আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে নেপাল ও ওমান। ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরটিতে তারা সরাসরি খেলবে। আল আমেরাতে নিজেদের সুপার সিক্স ম্যাচ মাঠে গড়ার আগেই নিশ্চিত হয়েছে বিষয়টি। এই দুই দলের যোগ্যতা অর্জনের পথ সহজ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জয়। দিনের প্রথম ম্যাচে ইউএই ৭৭ রানে হারিয়েছে সামোয়াকে। যার ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয় স্থানে থেকে যায় (৪ পয়েন্ট নিয়ে)। অন্যদিকে নেপাল ও ওমান আছে টেবিলের শীর্ষে। দুই দলের পয়েন্ট সমান হলেও এগিয়ে আছে শুধুমাত্র নেট রান রেটের ব্যবধানে।আরো পড়ুন:বিশ্বকাপে সেঞ্চুরি চান শারমিনবিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি ইউএই এখনও টিকে আছে বাছাইয়ের দৌড়ে; তাদের পরের ম্যাচ ১৬ অক্টোবর জাপানের বিপক্ষে। যা হবে...