সরকারের পক্ষ থেকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ (নগদ টাকাবিহীন) গড়ায় জোর দিলেও এখনো দেশের ৭২ শতাংশের বেশি লেনদেন হচ্ছে নগদ টাকায়। বড় অঙ্কের টাকার ক্ষেত্রে মানুষ এখনো নগদ বা চেকের ওপরই বেশি নির্ভরশীল। তবে ছোট ও মাঝারি অঙ্কের লেনদেনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পেমেন্ট সিস্টেম প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে দেশে মোট লেনদেনের ৭১ দশমিক ৭২ শতাংশই নগদ অর্থে হয়েছে। ওই মাসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ৫৮ হাজার কোটি টাকায়, যা আগের বছরের ডিসেম্বরে ছিল ১৮ লাখ ৫৩ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, সংখ্যার হিসাবেও ডিসেম্বরে মোট লেনদেনের ৫৩ শতাংশ, অর্থাৎ ৪৫ কোটির বেশি লেনদেন হয়েছে নগদ অর্থে। কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসের তথ্য...