বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে বড় অবদান রাখার পুরস্কার পেয়েছেন রশিদ খান। এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার। ব্যাটে-বলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকার চূড়ায় জায়গা করে নিয়েছেন আজমাতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ২৪ ধাপ ও তানভির ইসলাম ২৭ ধাপ এগিয়েছেন। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে পাঁচটিসহ মোট ১১ উইকেট নেন রশিদ। ৫ ধাপ এগিয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি।সবশেষ চূড়ায় ছিলেন গত বছরের নভেম্বরে। পেস বোলিংয়ে সিরিজে ৭ উইকেট নেওয়া ওমরজাই বোলারদের মধ্যে এগিয়েছেন ১৯ ধাপ, আছেন ২১তম স্থানে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ২৩ নম্বরে আছেন তিনি। আর অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষে।...