তৃণমূল পর্যায়ে গ্রমীণ পর্যায়ে খুচরা সার বিক্রেতার সনদ স্থগিত করার আশঙ্কায় ‘ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাওসার। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘কৃষি উপদেষ্টার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারেন যে, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে।’ এমন খবরে পেশা হারানোর শঙ্কায় উৎকন্ঠা জানিয়ে খুচরা সার বিক্রেতারা এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে প্রেসক্লাব চত্ত্বরে সার বিক্রেতারা মানববন্ধন করেন। বক্তারা বলেন, ‘আমরা সরকারি নীতিমালা অনুসারে ৩০ হাজার টাকা করে জামানত দিয়ে কলাপাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুই টা পৌরসভার ১২৪ জন খুচরা সার বিক্রেতারা তৃণমূল পর্যায়ের কৃষক কে...