ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে আগ্নেয় ছাই প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) ওপরে উঠে যায় বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। পরিস্থিতি বিবেচনায় আগ্নেয়গিরির সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। খবর ইয়াহু নিউজের।ভূতাত্ত্বিক সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার ভোর রাতে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। যা প্রায় ৯ মিনিট স্থায়ী হয়। পরে সকাল ৯টা ২১ মিনিটে আবার অগ্ন্যুৎপাত ঘটে। তখন ছাই ছড়ায় ৮ কিলোমিটার উচ্চতায়...