পঞ্চগড়ের বোদায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরেই স্বামীর নির্যাতনের শিকার থাকার অভিযোগ উঠেছে; বুধবার (১৫ অক্টোবর) রাতে স্ত্রী মহিজা আক্তার খুকি (৩২) মৃত্যু ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিবাদ ও হট্টগোল সৃষ্টি হয়েছে। মৃতার পরিবার ও এলাকাবাসী দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তার মৃত্যুর পিছনে স্বামী জুলফিকার আলী ও তার পরিবারের সদস্যদের নির্যাতনের হাত রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা মহিজার সঙ্গে ১১ বছর আগে জুলফিকারের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই নানা অজুহাতে জুলফিকারের পরিবার মহিজাকে ধস্তাধস্তি ও মারধর করত। মঙ্গলবার সন্ধ্যায় মহিজা অস্বস্তি বোধ করলে তাকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য...