চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (চাকসু) নির্বাচনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুললেও জাতীয়তাবাদী ছাত্রদল জানিয়েছে, তারা ভোট বর্জন করবে না। বুধবার রাতে ভোট শেষের প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে চবি ছাত্রদল নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্ব পালনে গাফিলতি করেছে। অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘দেখছি’ বলেই দায় এড়িয়েছেন। সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছিলেন যে চাকসুর নির্বাচন হবে অনন্য উদাহরণ। কিন্তু বাস্তবে প্রতিটি ধাপে অনিয়ম ও কারচুপি হয়েছে, অথচ নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বিকার ছিল। এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে নির্দিষ্ট প্রার্থীরা ভোটের সময়েও প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের হাতে ভোটের স্লিপ বিতরণ...