স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পেছনে ঘুরেছেন বছরের পর বছর। কোনো লাভ হয়নি। তাই গ্রামবাসী নিজেদের টাকায় গাজীখালি নদীর ওপর ৮০ ফুট দীর্ঘ ৮ ফুট প্রস্থ সেতু নির্মাণের কাজ করছেন। কাজ শুরু হয়েছে গত রোজার ঈদের পর। সেতু তৈরির কাজ শেষ হবার কথা আগামী ডিসেম্বরে। যার যা সাধ্য সেই অনুযায়ী অর্থ দিচ্ছেন এলাকাবাসী, বললেন সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য শরিফুল ইসলাম। সরজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে গাজীখালি নদীর ওপর এই সেতু নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে পিলার ও দুপা?শের অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সেতুটি নির্মিত হলে বারোবাড়িয়া, নয়াডিঙ্গি গ্রামসহ ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। সেতুর অভাবে স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে...