অবৈধ পথে লিবিয়ার সমুদ্রযোগে ইতালির উদ্দেশে রওনা দেয়া একটি নৌকা নিখোঁজ হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও হবিগঞ্জের ৩৫ তরুণের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারগুলো চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ যুবকদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর লিবিয়ার ত্রিপলি থেকে চারটি নৌকা ইতালির উদ্দেশে ভূমধ্যসাগরে পাড়ি জমায়। এরমধ্যে তিনটি নৌকা ইতালিতে পৌঁছালেও একটি নৌকা এখনও নিখোঁজ রয়েছে। ওই নৌকাতেই ছিলেন হবিগঞ্জের অন্তত ৩৫ তরুণসহ প্রায় ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। নিখোঁজদের বেশিরভাগই হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর, বানিয়াচং উপজেলার সদর ও তারাসই এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা তলাবপাড়ার আলফাজ মিয়া রনি (২১), মোজাক্কির আহমেদ (২১), সিয়াম জমাদার (২১) ও মিজান আহমেদ (২০)। এছাড়া হবিগঞ্জের উমেদনগর, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ, জলসুখা ও বানিয়াচং...