চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্যাপক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনির উদ্দিন জানিয়েছেন, প্রায় ৭০ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন। বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৬ জন। কেন্দ্রগুলোতে দিনভর ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় ও উৎসবমুখর পরিবেশ। তবে ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে উঠে আসে একের পর এক অনিয়ম, কারচুপি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। প্রশাসনের ভাষ্যে ‘সুষ্ঠু’, বিরোধী প্যানেলগুলোর চোখে ‘প্রহসন’ উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আজ শিক্ষার্থীদের আনন্দের দিন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর চাকসু নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে আমাদের সব কষ্ট সার্থক মনে হচ্ছে।’ তবে এই আনন্দঘন পরিবেশের মাঝেই...