প্রতিরক্ষা বাহিনীর ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সুসম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। আমরা সেটি অ্যাফোর্ড (সামলে নেওয়া) করতে পারব না এই মুহূর্তে। আমরা চাই, আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক।’তিনি আরও বলেন, ‘রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচন সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারব না; সেটা আমরা অ্যাফোর্ড করতে পারব না।’পতিত স্বৈরাচার ও তাদের দোসর একটি দেশ, এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সতর্কবার্তা দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, ‘সুতরাং আমাদের একদম প্রতিবিপ্লবী হলেও চলবে না। আমাদের বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে।’বুধবার (১৫ অক্টোবর) রাতে জুলাই সনদ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক...