মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিহত ফারহানা ওয়াহেদ অমি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) শিক্ষার্থী। তার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অমি । সকাল ৯টার দিকে মেহেরপুরের ফতেহপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অমি মারা যান। তার স্বামী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এক শোকবার্তায় তিনি...