চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনের সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করার বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করে সুন্দরভাবে ভোট গণনা ও ফল প্রকাশের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। বুধবার সন্ধ্যায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত এ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ভোট নিয়েও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তার অভিযোগ, “ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থী নুরুন্নবীসহ অনেকের সাথে বহিরাগত দেখা গেছে। অথচ আইডি কার্ড ছাড়া কেউই আজকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কথা না। “প্রশাসন বহিরাগত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শতশত ছাত্রদল-যুবদলের কর্মী ১ নম্বর রেল গেট সংলগ্ন রশিদ ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে।” সংবাদমাধ্যমে অনেক খবর আসার পরও প্রশাসন কোনো...