জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইসরাইলের দুই বছরের গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে অন্তত ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) জানিয়েছে, ফিলিস্তিনের এই উপকূলীয় অঞ্চলটি পুরোপুরি পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। সোমবার কার্যকর হওয়া এক নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরাইলের ধারাবাহিক বিমান ও স্থল হামলা বন্ধ হয়েছে—যা ৬৭ হাজার ৮০০-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই মিলিয়নের বেশি মানুষের এই জনবহুল উপত্যকার ৯০ শতাংশেরও বেশি এখন বাস্তুচ্যুত। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, ঘরবাড়ি ও ভবন মাটির সঙ্গে মিশে গেছে, কৃষিজমি ধ্বংস হয়ে গেছে, এবং সর্বত্র তীব্র খাদ্যসংকট বিরাজ করছে। জাতিসংঘ...