ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে শুরুটা প্রত্যাশিত হয়নি হামজা চৌধুরীর। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হামজার দুর্দান্ত গোলের ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তে গোলের হার নিয়ে হতাশায় ভেঙে পড়েন লেস্টার সিটির এই ফুটবলার। তবে ফিরতি ম্যাচে হংকংয়ের মাঠে দারুণ এক ড্রতে হাসি ফুটে হামজার মুখে। হংকংয়ের মাঠে গিয়ে বাংলাদেশের এক পয়েন্ট অর্জন করাটা মোটেও সামান্য বিষয় নেই। আর এই ড্রয়ের অর্জন নিয়েই ফের ক্লাবে ফিরতে পেরেছেন এই তারকা। হামজার পারফরম্যান্স নিয়ে খুশি তার ক্লাবও। হংকং ম্যাচে ড্রয়ের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছে ক্লাবটি। যেখানে তারা লিখেছে, ‘মাঠে তৎপর হামজা।’ হামজাকে নিয়ে লেস্টার সিটির ফেসবুক পোস্ট। ছবি- ফেসবুক/লেস্টার বর্তমানে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা। তার কাছে অনেক প্রত্যাশা সমর্থকদের। ইংল্যান্ড থেকে লম্বা...