খুব দ্রুত সময়ের মধ্যে জকসু আইন পাস হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।এ সময় উপাচার্য আরও বলেন, নির্বাচনে বাধা পাওয়ার মতো কোনো জায়গা বা বিষয় নেই। আমরা উচ্চ মহলেও বারবার কথা বলছি এটা নিয়ে। সব বিষয়ই প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ১০ কর্মদিবস বলে নির্দিষ্ট করে কোথাও কোনো মন্তব্য করিনি আমি। আইন পাসের জন্য সবাই জোরালোভাবে কাজ করছে। ১০ কর্মদিবসের আগেও আইন পাস হতে পারে আবার পরেও হতে পারে। তবে জকসু আইন আকারে পাস হওয়ার জন্য সব কাজই গোছানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় জকসু নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ, প্রশাসন ও আইনশৃঙ্খলা...