আফগান-পাকিস্তান সংঘর্ষ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে বহুদূর। বুধবার (১৫ অক্টোবর) কাবুল এবং কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার খবর পাওয়া গেছে। ঘটেছে হতাহতের ঘটনাও। প্রতিবেদন মতে, তালেবানরা পাল্টা আক্রমণে স্পিন-বোলদাকে সীমান্ত চৌকি দখল করার পর এ হামলা ঘটে। আর এর ‘প্রতীক’ হয়ে ওঠে নিজেদের চৌকি ছেড়ে ‘পালিয়ে যাওয়া পাকিস্তানি সেনাদের প্যান্ট’!দাউদ জুনবিশ নামে একজন আফগান সাংবাদিক সামাজিক মাধ্যমে তালেবান যোদ্ধাদের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ‘পাকিস্তানের সীমান্ত ফাঁড়ি থেকে’ জব্দ করা প্যান্ট এবং অস্ত্র প্রদর্শন করতে দেখা যাওয়ার দাবি করা হয়েছে।প্রতিবেদনে দাবি, তালেবান বাহিনীর পাল্টা আক্রমণের পর ওই ফাঁড়ি থেকে পাক সেনারা পালিয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে’র।ছবিটি পোস্ট করে সাংবাদিক দাউদ লিখেছেন, ‘ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর পরিত্যক্ত সামরিক পোস্ট থেকে উদ্ধার করা ফাঁকা প্যান্টগুলো আফগানিস্তানের...